বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৫ অক্টোবর ২০২৫, ৪:১১ অপরাহ্ন
শেয়ার

বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই সনদে সই করবে এনসিপি


Akhter NCP

ঐকমত্য কমিশনের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আখতার হোসেন ।। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুস্পষ্ট নিশ্চয়তা পেলে তবেই তারা সনদে স্বাক্ষর করবেন। এসময় তিনি বলেন, সরকার যদি সনদের বাস্তবায়ন ও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী নিয়ে অবস্থান পরিষ্কার না করে, তাহলে ধারণা জোরালো হবে যে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, এনসিপি জানতে চেয়েছিল জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কীভাবে হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে একটি সাংবিধানিক আদেশের খসড়া প্রস্তুত করা হচ্ছে। তবে দলটিকে সেই খসড়া দেখানো হয়নি।

আখতার হোসেন বলেন, শুধু স্বাক্ষর করলেই জুলাই সনদ বাস্তবায়ন হবে না। বাস্তবায়নের নিশ্চয়তা থাকতে হবে। কমিশন জানিয়েছে, আদেশ প্রস্তুতের কাজ চলছে—এটিকে আমরা ইতিবাচক ধাপ হিসেবে দেখি। কিন্তু খসড়া উপস্থাপন না করায় পুরোপুরি আশাবাদী হতে পারছি না।

তিনি আরও বলেন, যদি সরকার কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে আরপিও সংশোধনী থেকে সরে আসে, তাহলে সেটি লন্ডনের বৈঠকের ধারাবাহিকতায় বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত দেবে।

তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রের মতো করে কোনো দলের চাপের মুখে জুলাই সনদকে যেন কাগুজে দলিলে পরিণত না করা হয়, সে বিষয়ে কমিশনকে সতর্ক থাকতে বলেছি।

বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।