বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৫ অক্টোবর ২০২৫, ৭:১৩ অপরাহ্ন
শেয়ার

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি সালাহউদ্দিনের


Salahuddin-Ahmed

দেশে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলমান, তাই প্রাথমিক পর্যায় থেকেই ধর্ম ও নৈতিক মূল্যবোধ শিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন।

শনিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ’ আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী সিদ্ধান্ত বাতিলের দাবি ওঠে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “যদি জনগণ আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে প্রাথমিক স্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে বিশেষ পদ সৃষ্টি করে শিক্ষক নিয়োগ করা হবে। এটি কোনো পক্ষকে বাদ দিয়ে নয়, শিক্ষার্থীর সংখ্যা ও সমতা বিবেচনায় নিয়েই পদ ব্যবস্থা করা হবে।”

তিনি অভিযোগ করে বলেন, দেশে দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের ওপর ‘আধিপত্যমূলক চাপ’ তৈরি হয়েছে, যা জাতির নৈতিক ভিত্তিকে দুর্বল করেছে। “ধর্মীয় শিক্ষা, নৈতিকতা, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ- এগুলো প্রাথমিক স্তর থেকেই প্রতিষ্ঠা করতে হবে,” বলেন তিনি।

গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ের রাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এখনো ফ্যাসিবাদী প্রবণতা ফিরে আসার ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতিতে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি।

সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক ও শিক্ষা সংগঠনের নেতারা।