
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রের টেকসই নিরাপত্তা ও উন্নয়নের জন্য একটি সময়োপযোগী ও আধুনিক শিক্ষাব্যবস্থা অত্যন্ত প্রয়োজন।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রস্তাবের আলোকে স্কুল-মাদরাসা শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, “প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে। সেই প্রতিভাকে বিকশিত করার সুযোগ করে দিতে হবে। শিক্ষা এমন হওয়া উচিত, যা মানুষকে যোগ্য, দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে।”
তিনি বলেন, “ক্ষমতায় গেলে শিক্ষা খাতে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে। শিক্ষাব্যবস্থাকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে।”
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান, ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়নের জন্য ইতোমধ্যে বিশেষজ্ঞ দলের কাজ শুরু হয়েছে। “আমরা চাই দেশের প্রতিটি শিশু ও তরুণ প্রজন্ম সৃজনশীল জ্ঞান, নৈতিক মূল্যবোধ এবং প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে বেড়ে উঠুক,” বলেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবৃত্তির পুরস্কার তুলে দেওয়া হয়।




































