আজ আরটিভির পর্দায় থাকবে রিয়াজ-তিনা দম্পতি। না, কোনো আড্ডা কিংবা টকশো জাতীয় অনুষ্ঠানে নয়। প্রথমবারের মতো অভিনয় করতে দেখা যাবে এ দম্পতিকে। রিয়াজ বড়-ছোট পর্দার জনপ্রিয় মুখ। তার দেখা হরহামেশাই পাওয়া যায় পিকচার টিউবে। তবে আজ একেবারে ঘরের লক্ষ্মীকেই নিয়ে আসছেন দর্শকদের সামনে। অবশ্য এর আগে বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করলেও অভিনয়ে এবারই প্রথম তিনা। ‘সুগার ফ্রি চকলেট কেক’ নামে নাটকে প্রেম করতে দেখা যাবে রিয়াজ-তিনা দম্পতিকে।
সহিদ-উন নবীর নির্দেশনা ও নাঈমুল করিমের রচনায় নাটকটি প্রচার হবে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। এবার ঈদে নাটক-টেলিফিল্মে কাজ করার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন রিয়াজ। তবে সব ছাপিয়ে বেশি উচ্ছ্বাস সুগার ফ্রি চকলেট কেক নিয়ে। তাই তো দর্শকদের এটি দেখার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন রিয়াজ।