
বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম চলচ্চিত্র প্রচারণায় ‘পেইড নেগেটিভিটি’ ও ‘চাঁদাবাজির মতো প্রবণতা’র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ চলচ্চিত্রকে ঘিরে তৈরি হওয়া নেতিবাচক প্রচারণার প্রসঙ্গ টেনে তিনি এই অভিযোগ করেন। ছবিটি পরিচালনা করেছেন ইয়ামির স্বামী আদিত্য ধর।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ নোটে ইয়ামি জানান, অর্থ না দিলে পরিকল্পিতভাবে নেতিবাচক লেখা ও অতিরঞ্জিত প্রচারণা এখন চলচ্চিত্রশিল্পের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি লেখেন, “অনেকদিন ধরেই বলতে চাচ্ছিলাম, আজ মনে হয় সেই দিন। সিনেমার মার্কেটিংয়ের নামে টাকা দেওয়ার যে প্রবণতা- যাতে অতিরঞ্জিত প্রচারণা চালানো হয়, নইলে মুক্তির আগেই একের পর এক নেতিবাচক লেখা ছড়ানো হয়- এটা আসলে চাঁদাবাজি ছাড়া আর কিছুই নয়। এটা ভবিষ্যতে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভয়াবহ ক্ষতি বয়ে আনবে।”
ইয়ামি বলেন, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রশিল্পে এ ধরনের অপপ্রচার কোনোভাবেই সহ্য করা হয় না, কারণ সেখানে পুরো ইন্ডাস্ট্রি ঐক্যবদ্ধ। বলিউডকেও এক হতে হবে বলে তিনি আহ্বান জানান।
তার ভাষায়, “দক্ষিণে কেউই এমন সাহস দেখাতে পারে না, কারণ তারা অনেক বিষয়েই একজোট। আমাদেরও প্রযোজক, পরিচালক, অভিনেতাসহ সবাইকে এক হয়ে এই ‘দেমকের মতো সংস্কৃতি’ থামাতে হবে, নইলে এটি আরও ছড়িয়ে পড়বে।”
জিও স্টুডিওস ও বি৬২ স্টুডিওস প্রযোজিত আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন ও অর্জুন রামপাল। ছবিটি মুক্তি পাচ্ছে ৫ ডিসেম্বর।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া








































