শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৫ ডিসেম্বর ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ন
শেয়ার

‘অল্প বয়সী কাউকে বিয়ে করলে পুরুষেরা প্রশংসা পায়, নারীদের বুদ্ধিহীন বলা হয়’


Malaika-Arora

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা ব্যক্তিগত জীবন নিয়ে সমাজের দ্বিচারিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বারখা দত্তের ‘মোজো স্টোরি’তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দৃঢ়স্বভাব নারী হলে নিয়মিত প্রশ্নের মুখোমুখি হতে হয়। দীর্ঘদিন ধরে নিজের সম্পর্ক ও ব্যক্তিগত সিদ্ধান্তগুলো নিয়ে যে সমালোচনা সহ্য করতে হয়েছে, সেটিরই চিত্র তুলে ধরেন মালাইকা।

তিনি বলেন, জীবনে আসা কয়েকজন পুরুষ তাঁকে আন্তরিকভাবে সমর্থন করেছেন, তবে একই ঘটনায় সমাজ পুরুষকে বাহবা দিলেও নারীকে প্রশ্নবিদ্ধ করে। তাঁর ভাষায়, পুরুষ নতুন সম্পর্কে গেলে বা অল্প বয়সী কাউকে বিয়ে করলে প্রশংসা পায়, কিন্তু নারী একই সিদ্ধান্ত নিলে ‘বুদ্ধিহীন’ বলা হয়- এই বৈষম্য এখনো সমাজে রয়ে গেছে।

নিজের তরুণ বয়সের স্মৃতি টেনে মালাইকা জানান, তখন অভিনয়, বিয়ে, সংসার- এমন সাধারণ পরিকল্পনাই ছিল তাঁর। কিন্তু ধীরে ধীরে বুঝেছেন, তিনি বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং একই জায়গায় থেমে থাকতে চান না। ২৫ বছর বয়সে বিয়ে করার সিদ্ধান্ত তাঁর মা অবাক হয়ে গ্রহণ করেছিলেন, তবু মা সবসময় মেয়েদের স্বপ্ন দেখতে উৎসাহ দিয়েছেন বলেও উল্লেখ করেন মালাইকা।