
ছবি: সংগৃহীত
দেশের শোবিজ অঙ্গনে হঠাৎই দুঃসংবাদ—ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ শুটিং সেটে আগুনে দগ্ধ হয়েছেন। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না মিললেও, বিভিন্ন সূত্রের বরাতে সংবাদমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়েছে। শুভর বর্তমান শারীরিক অবস্থাও স্পষ্টভাবে জানা যায়নি।
জানা গেছে, ঢাকার বাইরে এক নির্জন লোকেশনে গোপনীয়ভাবে চলছিল তার নতুন ছবি ‘মালিক’-এর শুটিং। দুর্ঘটনাটি ঘটেছে ছবির একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময়। সেই দৃশ্যে পরিকল্পনা ছিল শরীরের নিচের অংশ ঘেঁষে হালকা আগুন যাবে। তবে ক্যামেরা শুরু হতেই আগুন নিয়ন্ত্রণ হারায় এবং মুহূর্তের মধ্যেই তা লেলিহান শিখায় পরিণত হয়ে শুভর পায়ে লেগে যায়।
সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া একটি ভিডিওতে শুভর মতো দেখতে এক ব্যক্তির পায়ে আগুন জ্বলতে দেখা যায়—যা দেখে নড়েচড়ে বসেন ভক্তরা। কয়েক সেকেন্ডে আগুন এতটাই বেড়ে যায় যে নায়কের পা দগ্ধ হয়। প্রথমে শুভ নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন; কিন্তু শিখা থামানো না গেলে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। পরে ইউনিটের সদস্যরা দৌড়ে এসে আগুন নিভিয়ে ফেলেন।
ইউনিট সূত্রের দাবি, এ ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করতে চাইলে শুভ তা নাকচ করে দেন। প্রাথমিক চিকিৎসা নিয়েই আবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি এবং দিনের শুটিং শেষ করেই তবেই বিশ্রাম নেন। পায়ে আঘাত থাকলেও নায়ক এখনও শুটিং চালিয়ে যাচ্ছেন।
এবারের ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে অ্যাকশনধর্মী ‘মালিক’ ছবির, যেখানে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।
উল্লেখ্য, এর আগেও শুটিং করতে গিয়ে একাধিকবার আহত হয়েছেন আরিফিন শুভ। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নি’ সিনেমার শুটিংয়ে থাইল্যান্ডে গুরুতর আঘাত পান তিনি এবং পরে ভারতের হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এরপর ‘কিস্তিমাত’ সিনেমার শুটিংয়ে ঘোড়ায় চড়ার দৃশ্য করতে গিয়ে একটি ট্রাকের সঙ্গে ঘোড়ার ধাক্কা লাগে—সেখানেও আহত হন এই তারকা।










































