শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৫ ডিসেম্বর ২০২৫, ৮:৫২ অপরাহ্ন
শেয়ার

ফের বিতর্কে শাহরুখপুত্র আরিয়ান


aryan

আরিয়ান খান।

বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আবারও নতুন বিতর্কের জড়িয়েছেন। বেঙ্গালুরুর একটি ক্লাবে তার ‘অশালীন অঙ্গভঙ্গি’র ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই চলছে তুমুল সমালোচনা। কেউ তার আচরণকে অনুপযুক্ত বলে প্রশ্ন তুলছেন, আবার কেউ মনে করছেন বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে ২৮ নভেম্বর বেঙ্গালুরুর অশোকনগর থানার অন্তর্ভুক্ত একটি ক্লাবে। ভাইরাল ভিডিওতে দেখা যায়—আরিয়ান খান প্রথমে ভক্তদের দিকে হাত নাড়েন, এরপর হঠাৎ দর্শকদের উদ্দেশে মধ্যমা প্রদর্শন করেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনেকে পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

সেই সময় আরিয়ানের সঙ্গে ছিলেন স্থানীয় এক এমপির ছেলে নলপাদ এবং কর্ণাটকের আবাসন দফতরের মন্ত্রী বি জেড জমির আহমেদ খানের ছেলে জাইদ খানও।

সামাজিক যোগাযোগমাধ্যমে একদল সমালোচক লিখছেন—“বাবার উপার্জিত টাকায় সাহস বেড়ে গেছে।” তবে অনেকেই আবার মনে করছেন, আরিয়ান হয়তো পরিচিত কারও সঙ্গে রসিকতা করছিলেন, যা ভুলভাবে ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে মাদক মামলা নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন আরিয়ান। সে সময় জেলও যেতে হয়েছিল তাকে, যা শাহরুখ পরিবারের জন্য ছিল অত্যন্ত কঠিন সময়। চলতি বছর পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশের পর যখন তিনি ধীরে ধীরে বিতর্কের ছায়া কাটাতে শুরু করেছিলেন, ঠিক তখনই নতুন করে এ ঘটনা সামনে আসায় পুরোনো প্রসঙ্গগুলোও আবার ঘুরে ফিরে আলোচনায় এসেছে।