শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৬ ডিসেম্বর ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ন
শেয়ার

‘ধুরন্ধর পার্ট–২’ মুক্তির তারিখ ঘোষণা


Dhurandhar

রণবীর সিংয়ের বহুল আলোচিত অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, আর মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে ছবিটি। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত আদিত্য ধর পরিচালিত এই ২১০ মিনিটের চলচ্চিত্রে রণবীরের সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় খান্না, আর. মাধবন, সঞ্জয় দত্ত, রাকেশ বেদি ও অর্জুন রামপাল। শুরু থেকেই ঘোষণা ছিল- ধুরন্ধরের গল্প দুই ভাগে বলা হবে। প্রথম অংশের শেষে দেখানো হয়েছে দ্বিতীয় অংশ ‘ধুরন্ধর পার্ট–২: রিভেঞ্জ’ -এর শক্তিশালী ঝলক।

২০২৬ সালে আসছে ‘ধুরন্ধর পার্ট–২: রিভেঞ্জ’

প্রযোজনা সংস্থার ঘোষণায় জানা গেছে, ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তি ‘ধুরন্ধর পার্ট–২’ মুক্তি পাবে ১৯ মার্চ ২০২৬। রণবীর সিং ছাড়াও সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রামপাল ও রাকেশ বেদি তাঁদের চরিত্রে ফিরছেন। তবে অক্ষয় খান্না আর থাকছেন না- প্রথম অংশে হামজার হাতে নিহত হওয়ায় তাঁর চরিত্র রহমান ডাকাতের গল্প শেষ হয়েছে।

পোস্ট–ক্রেডিট দৃশ্য: হামজার অতীত, অন্ধকার ইতিহাস ও উত্থান

ছবির পোস্ট–ক্রেডিট দৃশ্যে দেখা যায় জাসকিরাত ওরফে হামজার অতীত- কীভাবে অজয় সান্যাল (মাধবন) তাঁকে বেছে নেন, এবং তার পরিবারের অন্ধকার ইতিহাস। দেখানো হয় লাইয়ারি গ্যাংয়ের মধ্যে হামজার দ্রুত উত্থান। রহমানের মৃত্যু- পরবর্তী সময়ে করাচির মানুষ হামজাকে নেতা হিসেবে বেছে নেয়, আর জামিলের (রাকেশ বেদি) সমর্থনে তিনি হয়ে ওঠেন বেলুচ জনগোষ্ঠীর নতুন ‘মসিহা’।

‘ধুরন্ধর পার্ট–২’ – শিকারে পরিণত শিকারি

দ্বিতীয় অংশে হামজাকে দেখা যাবে আরও নির্মম ও প্রতিশোধপরায়ণ রূপে। গোপন হিটলিস্টের টার্গেটগুলো একে একে খুন করতে দেখা যায় তাকে- যার মধ্যে রয়েছেন মেজর ইকবাল (অর্জুন রামপাল) ও ভারতের আরও কয়েকজন শত্রু। দৃশ্যের শেষ ভাগে রণবীরের সংলাপ, “এটা নতুন হিন্দুস্তান।”

রক্তাক্ত অ্যাকশন, জটিল রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রতিশোধের গল্প নিয়ে গড়ে ওঠা ‘ধুরন্ধর পার্ট–২’ এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছে।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া