শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
শেয়ার

আফগান ক্রিকেটারকে বিয়ে করছেন বলিউড অভিনেত্রী আরশি খান!


aftab-alam-arshi-khan

সংগৃহীত ছবি

বলিউডে অভিনেত্রী ও ক্রিকেটারদের প্রেম নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরেকটি জুটি—তবে এবার নায়িকার পছন্দ ভারতীয় কোনো ক্রিকেটার নন, আফগানিস্তানের তারকা পেসার আফতাব আলম।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আফতাব আলমের সঙ্গে বেশ কিছুদিন ধরে প্রেম করছেন বিগ বস–খ্যাত অভিনেত্রী আরশি খান। তাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের সম্পর্ককে পরবর্তী ধাপে নেওয়ার প্রস্তুতি নিয়েছেন দু’জনেই। সব ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করতে পারেন এই জুটি।

সোশ্যাল মিডিয়ায় আরশি খান প্রায়ই ইনফ্লুয়েন্সার এহসান মাশির সঙ্গে ভিডিও বানিয়ে আলোচনায় আসেন। এতে দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন ওঠে। তবে আরশি স্পষ্ট জানিয়েছেন—মাশির সঙ্গে তার সম্পর্ক শুধুই পেশাগত, তারা কেবল বন্ধু।

১৯৮৯ সালে ভোপালে জন্ম নেওয়া ৩৬ বছর বয়সী আরশি খান অভিনেত্রী, মডেল এবং ইন্টারনেট সেলিব্রিটি হিসেবে পরিচিত। তিনি অংশ নিয়েছিলেন ‘বিগ বস ১১’ ও ‘বিগ বস ১৪’-এ। ২০১৯ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে মুম্বাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেন।

আরশি এর আগে একবার বিতর্কে জড়িয়ে ছিলেন। ২০১৫ সালে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্ক ও গর্ভধারণের দাবি করেও আলোচনায় আসেন তিনি—যদিও আফ্রিদি এসব দাবি একেবারেই উড়িয়ে দেন।

‘বিষ’, ‘সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হসপিটাল’সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন আরশি খান। বলিউডের দ্য লাস্ট এম্পেরর চলচ্চিত্রেও দেখা গেছে তাকে।