
শওকত মাহমুদ
জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব, জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি শওকত মাহমুদকে নিজেদের হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর মালিবাগ এলাকার নিজের বাসার সামনে থেকে সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নেওয়া হয়েছে।
তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শওকত মাহমুদ বিএনপির ভাইস চেয়ারম্যানও ছিলেন। দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালের মার্চে তাকে বহিষ্কার করা হয়।




































