
বিরতির পর আবারও পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। মা হওয়ার পর কিছুদিন অভিনয় থেকে দূরে থাকলেও এবার তাঁর নতুন সিনেমা ‘সালি মোহব্বত’-এর ট্রেলার মুক্তির মধ্য দিয়ে প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের অপেক্ষার অবসান ঘটেছে।
টিসকা চোপড়ার পরিচালনায় নির্মিত এই ওয়েব ফিল্মে ফুরসতগড় নামের শান্ত শহরে বসবাসকারী স্মিতা চরিত্রে দেখা যাবে রাধিকাকে। এক ডাবল মার্ডারকে কেন্দ্র করে গল্পে তৈরি হয়েছে রহস্য ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন। ট্রেলারে সেই অস্থির ও গূঢ় পরিবেশ স্পষ্ট হয়ে উঠেছে।
রাধিকা জানিয়েছেন, স্মিতার নীরব ও জটিল মানসিক জগৎ ফুটিয়ে তোলা তাঁর জন্য চ্যালেঞ্জিং ছিল। অন্যদিকে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করা দিব্যেন্দু শর্মা ট্রেলারের প্রশংসা করে বলেন—গল্পটি সম্পূর্ণ নতুন ধারার।
ছবিতে আরও অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ, কুশা কাপিলা, সৌরসেনী মৈত্রসহ অনেকে। ইফফি ও শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
রহস্যে ভরা ‘সালি মোহব্বত’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১২ ডিসেম্বর, ওয়েব প্ল্যাটফর্ম জি৫-এ।








































