শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ৮ ডিসেম্বর ২০২৫, ১:২৯ অপরাহ্ন
শেয়ার

৬০ এ নতুন প্রেম: আমির খানের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়!

অপ্রত্যাশিতভাবে গৌরীকে পেয়েছি: আমির খান


Amir khan 2

৬০ বছর বয়সে এসে আবার প্রেমের দেখা পাবেন, কখনো ভাবেননি আমির

দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’ নিয়ে বলিউডে ফিরছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তবে শুধু সিনেমা নয়, তাঁর ব্যক্তিগত জীবনেও এসেছে নতুন বসন্ত। সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে (৬ ডিসেম্বর) হাজির হয়ে নিজের ক্যারিয়ারের সংকটময় সময় এবং নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে খোলামেলা আলোচনা করলেন অভিনেতা।

৬০ বছর বয়সে এসে আবার প্রেমের দেখা পাবেন, কখনো ভাবেননি আমির। চলতি বছরের মার্চে নিজের জন্মদিনে তিনি তাঁর নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের জবাবে আমির সোজাসাপটা বলেন, ‘না, ভাবিনি। এমন একটা পর্যায়ে পৌঁছেছিলাম, যখন মনে হতো আর কারও সঙ্গে জীবনের সঙ্গী হিসেবে নিজেকে মানিয়ে নিতে পারব না। কিন্তু একেবারেই অপ্রত্যাশিতভাবে গৌরীকে পেয়েছি।’
তিনি গৌরীকে তাঁর জীবনে অনেক শান্তি ও স্থিরতা নিয়ে আসার জন্য ধন্যবাদ জানান এবং তাঁকে একজন দারুণ মানুষ হিসেবে আখ্যা দেন।

আমির তাঁর দুই সাবেক স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক নিয়েও মুখ খোলেন। তিনি জোর দিয়ে বলেন, ‘রীনা অসাধারণ একজন মানুষ। স্বামী-স্ত্রী হিসেবে আমরা আলাদা হয়েছি ঠিকই, কিন্তু মানুষ হিসেবে আমাদের ভাঙন ঘটেনি। কিরণও একই রকম।’

তিনি আরো বলেন, ‘রীনা, তার বাবা-মা, কিরণ আর তার বাবা-মা—আমার বাবা-মাসহ আমরা আসলে একটা বড় পরিবার।’

তিনি বলেন, তাঁর বিবাহিত জীবন দুবার সফল না হলেও, এই তিনজন নারীকে জীবনে পাওয়া তাঁর জন্য বিরাট সৌভাগ্য।

উল্লেখ্য, আমির খানের বলিউড যাত্রা শুরু হয়েছিল ব্লকবাস্টার হিট ‘কেয়ামত সে কেয়ামত তক’ দিয়ে। কিন্তু তারকাখ্যাতি পাওয়ার পরেই ঘটে ছন্দপতন। তাড়াহুড়ো করে একের পর এক ছবিতে সই করা ভুল ছিল—তা দ্রুতই বুঝতে পারেন তিনি। একসঙ্গে একাধিক দুর্বল স্ক্রিপ্টে কাজ করতে গিয়ে একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ে।

ক্যারিয়ারের সেই অন্ধকার সময়ের কথা বলতে গিয়ে আমির স্বীকার করেন, ‘একটা ফ্লপ, আরেকটা ফ্লপ, তৃতীয়টাও ফ্লপ। আমাকে বলা হলো “ওয়ান-ফিল্ম ওয়ান্ডার”। ঠিকই বলা হয়েছিল।’

তিনি জানান, প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি কাঁদতেন এবং নিশ্চিত ছিলেন যে তাঁর সময় শেষ। সেই কঠিন অভিজ্ঞতাই তাঁকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয়: ‘তিনটি বিষয় খুব জরুরি—স্ক্রিপ্ট, পরিচালক আর প্রযোজক। এই তিনটি ঠিক না থাকলে আমি আর কোনো ছবি করব না।’ সেদিনই তিনি শপথ করেছিলেন, ‘আর কখনো কাজের জায়গায় সমঝোতা করব না।’

এরপর ‘দিল’ ছবির মাধ্যমে তাঁর ভাগ্যের চাকা ঘোরে, এবং নব্বইয়ের দশক থেকে ‘রাজা হিন্দুস্তানি’, ‘সারফারোশ’ হয়ে ‘দঙ্গল’ পর্যন্ত তিনি বলিউডের সবচেয়ে নির্ভরযোগ্য তারকাদের একজন হয়ে ওঠেন।

আগামীতে আমির খানকে দেখা যাবে ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ সিনেমার বিশেষ চরিত্রে। ২০২৩ সালের ১৬ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।