
প্রায় সাত বছর আগে ফেরদৌস ও পপিকে নিয়ে শুরু হয়েছিল আরিফুর জামান আরিফের সিনেমা ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। শুটিং আংশিক সম্পন্ন হলেও পপির দীর্ঘ আড়াল ও শিল্পীদের অসহযোগিতায় কাজ থেমে যায়। দেশের রাজনৈতিক পরিবর্তনের পর ছবিটি থেকে বাদ পড়েন নায়ক ফেরদৌস। এবার বাদ পড়লেন নায়িকা পপিও- বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
আরিফ জানান, বহু চেষ্টা করেও সংকট কাটানো যায়নি, তাই দীর্ঘ অপেক্ষার পর দুজনকেই বাদ দিতে হয়েছে। তবে তাদের পরিবর্তে কারা অভিনয় করবেন, তা এখনই জানাতে চান না তিনি। ইতিমধ্যে নতুন শুটিং তারিখ ঠিক করা হয়েছে।
বিশেষ দিন হিসেবে আগামী ১৬ জানুয়ারি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ৮৮তম মৃত্যুবার্ষিকীতে, নতুন করে ক্যামেরা চালু হবে। লেখকের জীবনদর্শনভিত্তিক এ সিনেমায় শরৎচন্দ্রের চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত। পরিচালক আশা করছেন- নতুন পরিকল্পনায় এবার আর কোনো বাধা ছাড়াই সিনেমাটি শেষ করা যাবে।








































