
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় শীতের প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। বুধবার ভোরে নগরবাসী বাড়তি শীত অনুভব করেছেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৯১ শতাংশ। গতকাল মঙ্গলবারও একই সময়ে ঢাকার তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরেই ছিল।
এদিকে দিনের তাপমাত্রা এখনো স্থিতিশীল রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নাও আসতে পারে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীর আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।
শীতের এই বাড়তি পরশে ঢাকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন দেখা যাচ্ছে। সকাল-বিকেলে মানুষজন গায়ে বাড়তি পোশাক জড়িয়ে রাস্তায় বের হচ্ছেন। মৌসুমি পরিবর্তনের এই ধারা সামনে আরও স্পষ্ট হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।




































