Search
Close this search box.
Search
Close this search box.

স্মার্টফোনের চার্জ বাঁচাতে করনীয়

smartphone-chargeএকদিনের মধ্যেই স্মার্টফোনের চার্জ ফুরিয়ে যায় এমন অভিযোগ বেশিরভাগ ব্যবহারকারীর। অবশ্য এ জন্য ব্যাটারি বা নির্মাতা কোম্পানি খুব একটা দায়ী নয়। কেননা, স্মার্টফোন সাধারণভাবেই চার্জ বেশি খরচ করে।

তবে কিছু নিয়ম অণুসরণ করলে চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখা যায়। এগুলো হল-

chardike-ad

# ব্যাকগ্রাউন্ড অ্যাপ আপডেট বন্ধ রাখুন।

# অ্যাপ রিফ্রেশ বন্ধ রাখুন।

# ওয়াইফাই সার্চ বন্ধ বন্ধ করুন।

# ব্লুটুথ/এয়ারড্রপ বন্ধ রাখুন।

# অপ্রয়োজনীয় লোকেশন সার্ভিস বন্ধ রাখুন।

# অটো ব্রাইটনেস বন্ধ রাখুন।

# পুশ নোটফিকেশন বন্ধ রাখুন।

# ইমেইল স্ট্রিম বন্ধ রাখুন।

# ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট, যেমন সিরি ডিঅ্যাকভেট করুন।

# প্যারলাক্স বন্ধ রাখুন।

# এলটিই বন্ধ রাখুন।

# সর্বোপরি চার্জ সংরক্ষণে সচেতন হন।