Search
Close this search box.
Search
Close this search box.

সৌদি থেকে ৪০দিনে ৯০ হাজার অভিবাসী ফেরত

soudiমাত্র চল্লিশ দিনের ব্যবধানে সৌদি আরব থেকে ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে বলা হয়, গত ৪০ দিনে সৌদি আরবের বিভিন্ন প্রদেশে গ্রেফতার করা হয়েছে মোট এক লাখ আট হাজার ৩৪৫ জন অভিবাসীকে। এর মধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে ৯০ হাজার ৩৪৫ জনকে।

chardike-ad

সৌদি সরকার অবৈধ অভিবাসী কর্মীদের শনাক্ত এবং দেশে ফেরত পাঠাতে পদক্ষেপ জোরদার করেছে। তারই অংশ হিসেবে চলছে এই অভিযান। সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হচ্ছে।

গ্রেফতারকৃতদের বেশিরভাগ একাধিক স্পন্সরের জন্য কর্মরত ছিলেন। অবৈধ অভিবাসীবিরোধী কর্মসূচিতে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় অভিযান চালানোর জন্য সম্প্রতি যোগ করা হয়েছে হেলিকপ্টার।

সৌদি থেকে বিতারিত এই অভিবাসীদের মাঝে বিভিন্ন দেশের অভিবাসী রয়েছে। কোন দেশের কত জন রয়েছেন, তা জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এর মধ্যে অনেক বাংলাদেশি শ্রমিকও রয়েছে।