Search
Close this search box.
Search
Close this search box.

ঘরের মাঠে শেষ ওয়ানডে খেললেন জয়বর্ধন ও সাঙ্গাকারা

sangakara

মাহেলা জয়াবর্ধন ও কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কা দলের দুই ব্যাটিং স্তম্ভের নাম। যারা ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের শাসন করে অনেক ম্যাচ জিতিয়েছেন। ঘরের মাঠে হয়তো আর কখনোই এই দুই তারকাকে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখবেন না শ্রীলঙ্কার দর্শকরা।

chardike-ad

কারণ, আগেই তারা ঘোষণা দিয়ে রেখেছেন আসন্ন বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন। সেক্ষেত্রে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে সপ্তম ওয়ানডে ম্যাচটি ছিল সাঙ্গাকারা ও জয়বর্ধনের ঘরের মাঠে শেষ ম্যাচ। অবশ্য ম্যাচটি ৮৭ রানে জিতে নেয়ার পাশাপাশি, শ্রীলঙ্কা দল ৫-২ ব্যবধানে সিরিজ জয় উপহার দিয়েছে তাদের দুই অভিজ্ঞ খেলোয়াড়কে।

ঘরের মাঠে শেষ ওয়ানডে ম্যাচে কোনো চমক দেখাতে পারেননি শ্রীলঙ্কার দুই তারকা ব্যাটসম্যান। উদ্বোধনী জুটিতে তিলকরত্নে দিলশানের সঙ্গে ব্যাট করতে নেমে মাত্র ২৮ রান করে আউট হয়েছেন মাহেলা জয়াবর্ধন। তার এই ইনিংসে ৫টি চারের মার ছিল। অন্যদিকে, দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে কুমার সাঙ্গাকারাও ৩৩ রানের বেশি করতে পারেননি। তার ৩৩ রানের ইনিংসে ৩টি চারের মার ছিল।