Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় দ্রুত বাড়ছে ই-সিগারেটের বিক্রি

e cigerদক্ষিণ কোরিয়াতে তামাকবিহীন ইলেক্ট্রনিক সিগারেট বা ই-সিগারেটের বিক্রি দ্রুত বৃদ্ধি পেয়েছে। নতুন বছরে দেশটিতে সিগারেটের মূল্য বৃদ্ধির যে পরিকল্পনা করা হয়েছে, তারই প্রেক্ষিতে ই- সিগারেটের চাহিদা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। অনলাইন খুচরা বিক্রেতা জি মার্কেট বলছে, ডিসেম্বর মাসের প্রথম বাইশ দিনের মাঝে সর্বোচ্চ সতের বার ই-সিগারেটের বিক্রি বেড়েছে। এছাড়া ধূমপান বিরোধী জিনিষপত্র ও ধূমপান নিষেধ সম্বলিত স্টিকার কেনার পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

প্রতি প্যাকেট সিগারেটের মূল্য দুই হাজার উওন বৃদ্ধির ফলে অনেকেই ধূমপান ছেড়ে দেওয়ার ব্যাপারে মনস্থির করেছেন। জানা গেছে, প্যাকেট প্রতি কেটি & জে’র ইস ও রেইসনের দাম বাড়বে ৪ হাজার ৫০০ উওন। আর ফিলিপ মরিসের মালবোরো সিগারেটের মূল্য প্রতি প্যাকেট ৪ হাজার ৭০০ উওন বৃদ্ধি পাবে।

chardike-ad

অভিজাত রেস্তোরা গুলোতে ধূমপান নিষেধ থাকলেও ছোট ছোট রেস্টুরেন্টে এখনো চালু আছে। তবে অচিরেই সবধরনের রেস্টুরেন্ট, কফি শপ, বার এবং অন্যান্য জনসমাগম স্থানে ধূমপানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এমনকি ই- সিগারেটও এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে।