sentbe-top

কম্পিউটারের বিক্রি ছাড়াল স্মার্টফোন

অবশেষে কম্পিউটারের (পিসি) বৈশ্বিক বিপণনকে পিছনে ফেলেছে স্মার্টফোন। কেটি ইকোনমিক রিসার্চ ইন্সটিটিউটের এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। এর ফলে অবমুক্ত হওয়ার মাত্র চার বছরের মাথায় চল্লিশ বছরের কম্পিউটার বাজার জয় করে নিলো মোবাইল ফোন প্রযুক্তির আধুনিকতম সংস্করণটি।

??

গবেষণা প্রতিবেদন অনুসারে ২০১২ সালে স্মার্টফোন ডিভাইসের সরবরাহ ছিল বিশ্বের মোট জনসংখ্যার ৫.২ শতাংশ। ২০১৪ সালের শেষ নাগাদ এই শতকরা হার উন্নীত হয়েছে ২৪.৫ শতাংশে। আর কম্পিউটারের বর্তমান সরবরাহ ২০.০ শতাংশ যা ২০০৪ সালের এক হিসেব অনুসারে ছিল ৭ শতাংশ।

স্মার্টফোনের এমন জনপ্রিয়তার ফলে কম্পিউটার ভিত্তিক ইন্টারনেট সেবাসমূহ অচিরেই মোবাইলভিত্তিক হয়ে যাবে বলে আশা করছেন পর্যবেক্ষকরা।

sentbe-top