Search
Close this search box.
Search
Close this search box.

১৬ ফেব্রুয়ারি বন্ধ হচ্ছে গুগলটক

google-talkশীর্ষ সার্চ ইঞ্জিন গুগল ১৬ ফেব্রুয়ারি বহুল ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং সেবা জিটক বন্ধ করছে। এজন্য দুই সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠানটির জিটক মেসেঞ্জার প্লাটফর্মের গ্রাহককে গুগলেরই আরেক সেবা হ্যাংআউটে স্থানান্তরিত হতে হবে। নিজস্ব ভয়েস ও ভিডিও কল সেবা হ্যাংআউটের কার্যক্রম প্রসারের লক্ষ্যে গুগল এ সিদ্ধান্ত নিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

বিশ্বব্যাপী জিটকের ব্যবহারকারীর সংখ্যা কয়েক মিলিয়ন। দীর্ঘদিন ধরে ব্যবহার করায় অনেকেই গুগলের এ সেবার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন।

chardike-ad

জিটকের বিপুল সংখ্যক ব্যবহারকারীকে সহজেই হ্যাংআউট ব্যবহারে বাধ্য করা সম্ভব নয়। বিষয়টি ভালোভাবে জেনেই বিশ্বব্যাপী একযোগে সেবাটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ জিটক ব্যবহারকারীদের অনেকটা জোর করেই হ্যাংআউট ব্যবহার করতে বাধ্য করছে গুগল।

বিশ্লেষকরা মনে করেন, সাম্প্রতিক সময়ে ভয়েস ও ভিডিও কল সেবার অ্যাপের ব্যবহার বেড়েছে উল্লেখযোগ্য হারে।

এছাড়া ক্রমবর্ধমান স্মার্টফোনের বাজারের কারণে প্রতিনিয়তই বাড়ছে এসব অ্যাপের ব্যবহার। ভবিষ্যতে সংশ্লিষ্ট খাতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে হ্যাংআউটকে গুরুত্বপূর্ণ বিবেচনা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ ধারণা থেকেই জিটক বন্ধের সিদ্ধান্ত গুগলের। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি সম্পূর্ণভাবে হ্যাংআউটে রূপান্তরিত হবে, যা শুধু ক্রোম ওয়েব ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা সম্ভব।

এদিকে হ্যাংআউটের প্রতিদ্বন্দ্বী সেবা হোয়াটসঅ্যাপ সম্প্রতি ডেস্কটপ সংস্করণ উন্মোচন করেছে। হ্যাংআউটের মাধ্যমে গুগল গ্রাহকদের কতটা আকৃষ্ট করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।