Search
Close this search box.
Search
Close this search box.

পণ্য সরবরাহে ড্রোন ব্যবহার করছে আলিবাবা

alibaba

চীনের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ক্রেতাদের কাছে পণ্য সরবরাহে পরীক্ষামূলকভাবে ড্রোনের ব্যবহার শুরু করেছে।

chardike-ad

সম্প্রতি কোম্পানিটি ব্লগে লিখেছে, বেইজিং, সাংহাই এবং গুয়াংজু শহরে ৩দিন ধরে এই পরীক্ষা চলবে।

এ সময় শুধুমাত্র বিশেষ ধরণের একটি চায়ের অর্ডার ক্রেতাদের কাছে ড্রোন দিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। এই ৩দিনে মোট ৪৫০ জন ক্রেতার কাছে ড্রোনের মাধ্যমে পণ্য যাবে। তবে ড্রোনগুলো আপাতত ১ ঘণ্টার বেশি দূরত্বে যাবে না।

আলিবাবা একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে চতুষ্কোণ ধরণের ড্রোন মহাসড়ক, গাছপালা, নদী পেরিয়ে ক্রেতাদের বাসস্থানের কাছাকাছি খোলা মাঠে অবতরণ করছে।

এর আগে মার্কিন ৩টি প্রতিষ্ঠান আমাজন, গুগল এবং পার্সেল কোম্পানি ইউপিএস পণ্য পৌঁছে দিতে ড্রোনের পরীক্ষা শুরু করে। কিন্তু তারা এখনো পর্যন্ত সরাসরি ক্রেতাদের কাছে ড্রোন দিয়ে পণ্য সরবরাহ করেনি।

কিন্তু এই প্রথম আলীবাবা ক্রেতাদের কাছে ড্রোন দিয়ে পণ্য পাঠাচ্ছে।

কুরিয়ার বা পোস্টাল সার্ভিসের বদলে দূর নিয়ন্ত্রিত ড্রোন দিয়ে পণ্য সরবরাহ নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তাভাবনা পরীক্ষা চললেও এর ঝুঁকি নিয়ে এখনো অনেকেই উদ্বিগ্ন।

লন্ডনের ইমপেরিয়াল কলেজের রবোটিক্স বিজ্ঞানের শিক্ষক রবি বৈদ্যনাথন বলেন, গাছপালা, ভবনের ওপর দিয়ে ড্রোন উড়িয়ে নেওয়া সম্ভব, কিন্তু অবতরণের সময় নীচের কিছু ইস্যুও বিবেচনায় নিতে হবে।

অবতরণের সময় মাটিতে বা ছাদে শিশু বা পোষা প্রাণী থাকবে কিনা, সেটা বড় চিন্তার ব্যাপার।

তবে তিনি একইসঙ্গে বলেছেন, এসব সমস্যার অবশ্য সমাধান করা সম্ভব।