স্মার্টফোনের বাজার দখলের লড়াইয়ে স্যামসাংয়ের প্রধান হাতিয়ার হতে চলেছে গ্যালাক্সি এস ৬। আশা করা যায়, আগামী মাসে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’-এ এটি তুলে ধরবে তারা। তো চলুন জেনে নেয়া যাক এস ৬ সম্পর্কে ১০টি অজানা তথ্য।
১. গ্যালাক্সি এস ৬ এর দেহটি গ্যালাক্সি আলফার মতোই মেটাল দিয়ে তৈরি হবে। আরেকটি সংস্করণ থাকবে এস ৬ এজ। এর ৭.২ মিলিমিটার স্পোর্ট কার্ভড-এজ ফ্রেমটি হবে বেশ শক্ত।
২. গুঞ্জণ চলছে, এর পর্দা ৫ ইঞ্চি বা ৫.২ ইঞ্চির ২কে সুপার অ্যামোলেড হবে। গ্যালাক্সি নোট এজ এর মতো এর একপাশে কার্ভড এজ রাখা হয়েছে।
৩. গ্যালাক্সি এস ৬ এবং গ্যালাক্সি এস ৬ এজ আসবে চারটি রংয়ে। ঘন নীল, নীলাভ সবুজ, স্বর্ণালী এবং সাদা।
৪. কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর অতি গরম হওয়ার অভিযোগ এসেছে। তাই এবার স্যামসাং এবার নিজেদের এক্সাইনস ৭৪২০ চিপ ব্যবহার করবে এতে।
৬৪ বিটের এই প্রসেসর দিয়ে তৈরি মোবাইল সাধারণত তারা ৩জি নেটওয়ার্কের জন্য তৈরি করে।
৫. বড় যে খবরটি আলোড়ন তুলেছে তা হলো, এতে ৪ জিবি র্যাম দেওয়া হবে। যদি তা হয়, তবে ৬৪ বিট প্রসেসর পুরোদমে কাজ করবে।
৬. এর সামনের ক্যামেরাটি নাকি ৫ মেগাপিক্সেলের হবে। পেছনেরটি ১৬ জিবি বা ২০ জিবি হতে পারে। এবার আইএমএক্স২৪০ ক্যামেরা লেন্স যুক্ত করছে স্যামসাং।
৭. যাবতীয় সফটওয়্যারকে একেবারে হালকা করতে অ্যাড-অন ফিচার রাখা হবে না এই ফোন, এমনটাই বলা হচ্ছে।
৮. আরো বলা হচ্ছে, অ্যাড-অন এর জন্যে ব্যাকপ্যানেল রাখবে স্যামসাং। খবর ছড়িয়েছে, পেছনের কেসিংটি ই-বুক রিডার হিসেবে ব্যবহার করা যাবে।
৯. আবার বলা হচ্ছে, স্বাস্থ্য বিষয়ক যাবতীয় ফিচার ব্যাকপ্যানেলে থাকবে।
১০. এবার দামের বিষয়ে যে খবর পাওয়া গেছে তা হলো, এর ৩২ জিবি সংস্করণটির দাম পড়বে ৭৪৯ ইউরো। আর ৬৪ জিবি এর দাম পড়বে ৮৪৯ ইউরো। এ ছাড়া আরো আছে ১২৮ জিবি সংস্করণ যার দাম পড়বে ৯৪৯ ইউরো। সূত্র : টাইমস অব ইন্ডিয়া






































