বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১৩ ফেব্রুয়ারী ২০১৫, ১০:৫০ পূর্বাহ্ন
শেয়ার

নারীদের জন্য কলেজ করবে ফেইসবুক


facebookকলেজ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ সাইট প্রতিষ্ঠান ফেইসবুক ও লিংকডইন।

সংবাদ সংস্থা এপি কে দেওয়া এক সাক্ষাৎকারে ফেইসবুকের চিফ অপারেটিং অফিসার শ্যারেল সেন্ডবার্গ এক কথা জানিয়েছেন।

এপিকে দেওয়া বিশেষ সাক্ষৎকারে শ্যারেল বলেছেন, নারীদের বিজ্ঞান চর্চায় আগ্রহী করে তুলতে একটি কলেজ প্রতিষ্ঠা করবেন তারা।

কলেজর নাম দেওয়া হয়েছে ‘লিয়ান ইন’। নারীদের ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার বিষয়ে পড়ার সুযোগ থাকবে সেখানে।

শ্যারেল বলেন, ফেইসবুকের লক্ষ টেকনোলজি শিল্পে নারীদের অংশগ্রহণ বাড়ানো।

সারা বিশ্বে টেকনোলজি প্রতিষ্ঠানগুলোতে এখন মাত্র ১৫ শতাংশ নারী কাজ করছেন উল্লেখ করে শ্যারেল বলেন, টেকনোলজি শিল্পে নারীদের অংশ গ্রহণ বাড়লে বিশ্ব বদলে যাবে। সেকারণেই এই সেক্টরে নারী পুরুষের ভারসাম্য আনতে হবে।

সারা বিশ্বে মাত্র ১৮ শতাংশ নারী কম্পিউটার সাইন্সকে মেজর হিসেবে নিয়ে পড়াশোনা করছে। অথচ ১৯৮৫ সালে এই বিভাগে নারী শিক্ষার্থীদের পড়ার হার ছিল ৩৫ শতাংশ।