শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১১ সেপ্টেম্বর ২০১৫, ৫:১৭ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড


bangladesh-englandপূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। বৃহস্পতিবার স্কাই স্পোর্টস চ্যানেলের অফিসিয়ালি পেজে বলা হয়, আগামী বছর অর্থাৎ ২০১৬ সালে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ওই সফরে টাইগারদের সঙ্গে ২টি টেষ্ট ও ৩টি ওয়ানডে খেলবে ইংলিশরা। এ সিরিজ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে ‘স্কাই স্পোর্টস’। তবে সিরিজটি ওই বছরের কোন মাসে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি।

২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে সর্বশেষ দু’দলের দেখায় ইংল্যান্ডের বিপক্ষে ১৫ রানের স্বরণীয় জয় পায় বাংলাদেশ। এর ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ইংলিশদের। ওই ম্যাচে নিজের ক্যারিয়ারের এমনকি বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার পর রুবেলের বিধ্বংসী বোলিংয়ে কুপোকাত হয় ইংল্যান্ড।

অনেকেই ধারণা করছেন, বিশ্বকাপে হারের বদলা নিতেই হয়তো সফরসূচির বাইরে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড।