দক্ষিণ আফ্রিকায় গুলিতে আবারও বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে। জুনেল আহমদ (৪০) নামের ওই ব্যক্তির বাড়ি সিলেট নগরীর টুলটিকরে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জুনেল। এ সময় তার এক বন্ধুও গুরুতর আহত হয়েছেন। সোমবার নিহতের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলেও জানায় পরিবার।
প্রায় ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন জুনেল। সেখানে ওয়ারিটন শহরে বসবাস করতেন তিনি। ঘটনার দিন আফিটন শহরে এক বন্ধুর বাসায় বেড়াতে যান। গত শুক্রবার রাতে বন্ধুর দোকানে বসা অবস্থায় কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়। এতে জুনেল ও তার বন্ধু গুরুতর আহত হন।
আহতাবস্থায় তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জুনেল মারা যান।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রায়ই ঘটে। প্রবাসী বাংলাদেশিরা প্রায়ই এ ধরনের হামলার শিকার হন।






































