শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৬ নভেম্বর ২০১৫, ৯:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু


abul-basarসৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় আবুল বাশার কালাম (৪৩) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে জেদ্দার আল গুয়াইজা এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি গাড়ি তার গাড়িকে ধাক্কা দেয়। এতে আবুল বাশার কালামের গাড়িটি উল্টে যায়। তাৎক্ষণিকভাবে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বন্ধু প্রবাসী সাংবাদিক বাহার উদ্দিন বকুল বিষয়টি নিশ্চিত করেছন। বাশারের মরদেহ জেদ্দার কিং আব্দুল আজিজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত আবুল বাশার কালামের দেশের বাড়ি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার পইখালি গ্রামে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে জেদ্দায় পরিবার নিয়ে বসবাস করছেন। তার দুই মেয়ে এক ছেলে। সন্তানদের দু’জন জেদ্দা বাংলাদেশ স্কুলে ৫ম ও ৮ম শ্রেণিতে অধ্যয়নরত।

তার আকস্মিক মৃত্যুতে জেদ্দা বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।