সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এশিয়ার বিভিন্ন দেশ থেকে যাওয়া ১১ জন শ্রমিক নিহত ও ১৪ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আল-আহসার আল হোফাফ থেকে ৭০ কিলোমিটার দূরে আল আদালিয়ায় ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে সোমবার এ দুর্ঘটনা ঘটে। এ বছরের মধ্য দেশটিতে এ ধরনের দুর্ঘটনায় এটিকে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে।
বুধবার দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে। তবে হতাহতরা কোন দেশের নাগরিক তা এখন নিশ্চিত করা হয়নি।
সংবাদ মাধ্যমটিতে কিছু ছবি পাঠানো হয়েছে; যাতে তারা ফিলিপাইনের নাগরিক মনে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ফিলিপাইনও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি।
ইস্টার্ন প্রভিন্সে দায়িত্বরত রেড ক্রিসেন্টের এক মুখপাত্র ফাহদ আল ঘামদি জানান, গত সোমবার এশিয়া থেকে সৌদিতে আসা কিছু অভিবাসীর কাছ থেকে তারা সড়ক দুঘর্টনার খবর পেয়েছে। ওই সময় তারা ঘটনাস্থলেই ৫টি জরুরি মেডিকেল টিম পাঠায়।
ওই মুখপাত্র জানান, ঘটনাস্থলেই ১১ শ্রমিক মারা যায়। আহত ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।




































