Search
Close this search box.
Search
Close this search box.

সৌদিতে চাকরির সুযোগ হারাচ্ছেন প্রবাসী নারীরা!

soudi-womenসৌদি আরবে চাকরির সুযোগ হারাতে যাচ্ছেন প্রবাসী নারীরা। এত দিন ধরে দেশটির বিভিন্ন দোকানে পণ্য বিক্রির কাজে প্রবাসী নারীরা যেসব চাকরি পেতেন অদূর ভবিষ্যতে তা আর পাবেন না। এখন থেকে ওই চাকরিগুলো শুধু সৌদির নারীদের জন্যই সংরক্ষিত থাকবে।

শ্রমমন্ত্রী মোফাররেজ আল হাকবানির বরাত দিয়ে এক খবরে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের প্রভাবশালী সংবাদমাধ্য আরব নিউজ।

chardike-ad

রিয়াদে ষষ্ঠ সোস্যাল সংলাপে বক্তৃতাকালে তিনি বলেন, সৌদি নারীদের জন্য বরাদ্দকৃত চাকরিসমূহে তাদের সঙ্গে বিদেশি নারীদের প্রতিযোগিতা করার অনুমতি দেওয়া হবে না। এই পথ থেকে ফিরে আসার কোনও বিকল্প নেই।

নারী পণ্য বিক্রির বেশকিছু দোকানের মালিক তাদের ব্যবসায় বা কাজে সহায়তা করার জন্য বিদেশি নারীদের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ সৌদি নারীরা ওই সব কাজ করতে চান না। তাদের দাবি, পর্যাপ্ত কর্মী না থাকায় ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনে অনেক প্রতিষ্ঠান ব্যর্থ হচ্ছে।

আল-হাকবানি বলেন, দেশে সৌদি নারীদের জন্য সৃষ্ট চাকরিসমূহে শক্তি নিশ্চিত করতে সবকিছুই করছে মন্ত্রণালয়। এ লক্ষ্য অর্জনে অন্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে শ্রম মন্ত্রণালয়। টেকসই চাকরির ক্ষেত্রসমূহ সৃষ্টিতে এসএমই খাত উন্নয়নের উপরও গুরুত্বারোপ করেন তিনি। (অর্থসূচক)