অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় বাংলাদেশের

saifuddin-battingঅস্ট্রেলিয়ার মাটিতে জয়ের ধারা বজায় রেখেছে বিসিবি এইচপি দল। আজ তৃতীয় ম্যাচে নর্দান টেরিটোরিকে ৪২ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করলো লিটন-বিজয়রা।

ডারউইনের মারারা ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ হাইপারফরম্যান্স দলের অধিনায়ক লিটন কুমার দাস। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রান করে বিসিবি এইচপি দল। দলের পক্ষে সর্বোচ্চ ১০৪ রান করেন সাইফউদ্দিন। শুরুতে গুরুত্বপূর্ণ ৩৬ রান করেন এনামুল হক বিজয়। এছাড়া আগের ম্যাচের নায়ক তানবীর হায়দার করেছেন ৩৬ রান।

২৬৮ রানের টার্গেট ব্যাট করতে নেমে ২২৫ রানেই গুটিয়ে যায় নর্দান টেরিটোরি। অ্যালেক গ্রেগরি একাই করেন ১৪৪ রান। বাকি আর কেউ গ্রেগরিকে সঙ্গ দিতে না পারায় ৪২ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

উল্লেখ্য, পাঁচ ম্যাচের এই সিরিজে ৩-০ তে এগিয়ে গেলো বিসিবি এইচপি দল। সিরিজের চতুর্থ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে রবিবার (৯ জুলাই)।