cosmetics-ad

সিঙ্গাপুরে নির্মাণাধীন সেতু ধসে ৬ বাংলাদেশি আহত

singapore

সিঙ্গাপুরে রেলপথের জন্য নির্মাণাধীন একটি সেতু ধসে ৬ বাংলাদেশি শ্রমিকসহ অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। নিহত হয়েছেন এক চীনা শ্রমিক। শুক্রবার সকালে প্যান-আইল্যান্ডে এক্সপ্রেসওয়ের কাছে ওই সেতুর অংশবিশেষ হঠাৎ ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় ভূমি ও পরিবহন কর্তৃপক্ষ।

দেশটির সিভিল ডিফেন্স বাহিনী জানিয়েছে, এ দুর্ঘটনায় ৩১ বছর বয়সী এক চীনা নাগরিক মারা গেছেন। এছাড়া আহতদের চেঙ্গী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুইজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে, আহতদের মধ্যে ছয় বাংলাদেশি থাকলেও তাদের পরিচয় জানা যায়নি। আহত অন্যদের একজন ভারতীয় ও বাকিরা চীনা নাগরিক।