Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় তৃতীয় ম্যাচ ড্র করল বাংলাদেশ

bangladesh-women-football-teamদক্ষিণ কোরিয়া সফররত বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল তৃতীয় ম্যাচে ড্র করেছে। সোমবার দেশটির পাজুতে বাংলাদেশের মেয়েরা ২-২ গোলে ড্র করেছে স্থানীয় হাওয়াচিয়ন ইনফরম্যাশন ইন্ডাস্ট্রি হাই স্কুল দলের সঙ্গে। প্রথমার্ধে স্বাগতিক দল ১-০ গোলে এগিয়েছিল।

২৭ মিনিটে থাপুর গোলে এগিয়ে যায় হাওয়াচিয়ন ইনফরম্যাশন ইন্ডাস্ট্রি হাই স্কুল। স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করে ৬৩ মিনিটে। চিম চিং করেন দলের দ্বিতীয় গোল। বাংলাদেশের মেয়েরা শেষ দিকে আক্রমণাত্মক ফুটবল খেলে ড্র নিয়েই মাঠ ছাড়ে। ৭৩ মিনিটে সানজিদা গোল করে ব্যবধান কমান। ৭৮ মিনিট পর সমতাসূচক গোল করেন শামসুন্নাহার। বাংলাদেশ তাদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ১৯ জুলাই।

chardike-ad

সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের প্রস্তুতি হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করছে বাংলাদেশের মেয়েরা। এর আগে দলটি ২ বার জাপান এবং একবার করে সিঙ্গাপুর ও চীন সফর করে প্রস্তুতি ম্যাচ খেলেছে। দক্ষিণ কোরিয়ার পর মেয়েরা যাবে ভিয়েতনাম।