শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৫ অগাস্ট ২০১৭, ১১:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

পর্তুগালে সিটি নির্বাচনে লড়বেন বাংলাদেশি কাজল


portugalপর্তুগালের প্রাচীন রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তো মিউনিসিপ্যালিটি (সিটি করপোরেশন) নির্বাচনে ক্ষমতাসীন স্যোসালিস্ট পার্টির হয়ে লড়বেন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল।

এরইমধ্যে সরকারি দল থেকে কাউন্সিলর পদে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন পর্তুগালের মূলধারার রাজনীতিতে সরব এ ব্যবসায়ী কাজল। তিনি দীর্ঘদিন ধরে পর্তুগালে স্থায়ীভাবে বসবাস করছেন।

শাহ আলম কাজল বলেন, জয় বা পরাজয় বড় কথা নয়। প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়ায় স্যোসালিস্ট পার্টির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সব ভোটারদের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

স্থানীয় প্রবাসীরা জানান, পোর্তোতে বাংলাদেশিদের যেকোনো সমস্যায় ছুটে যান কাজল। রাত-দিন যেকোনো সময় বাংলাদেশিদের সাহায্যের প্রয়োজনে উপস্থিত হন তিনি।

তিনি পোর্তোতে বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি বাংলাদেশিদের উন্নয়নে ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরকারের উচ্চপদস্থ নেতাদের সঙ্গে আলোচনায় ভূমিকা রাখেন। লিবসনের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তিনি বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে পোর্তোতে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করেছেন।