Search
Close this search box.
Search
Close this search box.

সৌদি আরবে ছয় ভবনে আগুন

saudi_arabia_fireসৌদি আরবের জেদ্দায় ছয়টি ঐতিহাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার রাত এ অগ্নিকাণ্ড ঘটে। এগুলোর মধ্যে তিনটি ভবন সম্পূর্ণ ধসে গেছে। তবে আগুন লাগার কয়েক ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নিনির্বাপণ কর্মীরা।

সৌদি প্রেস এজেন্সি এসপিএ জানিয়েছে, অগ্নিনির্বাপন বাহিনীর ১২টি ইউনিট খবর পাওয়ার পর দ্রত ঘটনাস্থলে ছুটে যায় এবং ভবনগুলো ও আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে আনতে সক্ষম হয়। এ ঘটনা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

chardike-ad

ঐতিহাসিক এলাকার মিউনসিপ্যালটি প্রধান সামি নাওয়ার জানিয়েছেন, ঐতিহাসিক ভবনগুলোর মধ্যে আল আশমাউই হাউজ, কাল কামসানি হাউজ ও আব্দুল আল হাউজ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অপর তিনটি ভবনের নাম তিনি জানাননি।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল সাইদ সারহান বলেছেন, ‘মঙ্গলবার বিকেলে উদ্ধারকারী দল প্রায় ৬০জন লোককে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়।’