cosmetics-ad

স্পেনের সৈকতে হঠাৎ অভিবাসী ডিঙ্গি

spanish

স্পেনের সৈকতে সূর্যস্নানকারীদের চমকে দিয়েছে একটি রাবার ডিঙ্গি। ডিঙ্গিটিতে ছিলেন প্রায় ২৪ জন, যাদের অবৈধ অভিবাসী হিসেবে সন্দেহ করা হচ্ছে। বুধবারের এই ঘটনায় স্পেনের কর্তৃপক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি। (সূত্র: দ্য টেলিগ্রাফ)

স্পেনের দক্ষিণ উপকূলের কাদিজ সৈকতে ঘুরতে যাওয়া একজন সেই ঘটনাটির ভিডিও ধারণ করেন। সেখানে দেখা যায়, ডিঙ্গি থেকে নেমেই তারা দ্রুত পালিয়ে যায়। সৈকতে উপস্থিত কার্লোস সান্জ বলেন, এই দলটি দ্রুতই হাওয়া হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই পুলিশ আসে।

স্প্যানিশ সৈকতে অভিবাসীদের নৌকা নিয়ে আসার ঘটনা বিরল নয়। বিশেষত মরক্কোর ভূমিতে স্পেনের দখলে থাকা দুটি ক্ষুদ্র ভূভাগ সেউটা ও মেলিলায় এমনটি বেশি হয়।