Search
Close this search box.
Search
Close this search box.

শিরশ্ছেদের আগ মুহূর্তে ছেলের খুনিকে ক্ষমা করে দিলেন বাবা!

saudiসকল প্রস্তুতি শেষ হয়েছে। শিরশ্ছেদের জন্য মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে খুনিকে। মঞ্চ প্রস্তুত। ঠিক সে মুহূর্তে সেখানে হাজির হয়ে ছেলের খুনিকে ক্ষমা করে দিলেন বাবা। আর এতে উপস্থিত সবাই হতবাক! ঘটনাটি ঘটেছে সৌদি আরবের খামিশ মুসহাইত প্রদেশের আসিয়ার অঞ্চলে। এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, অপরাধীর শিরশ্ছেদ করার জন্য নির্ধারিত স্থানে লোকজন জড়ো হয়েছেন। অপরাধীকে শিরশ্ছেদের জন্য মঞ্চে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। মিনিটখানেক পরে শিরশ্ছেদ করা হবে খুনির। ঠিক সেই মুহূর্তেই একদল লোক সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হাজির এক বাবা। সেখানে দাঁড়িয়ে উপস্থিত জনতাকে আশ্চর্য করে দিয়ে ছেলের খুনিকে ক্ষমা করার ঘোষণা দিলেন তিনি।

chardike-ad

স্থানীয় খবরের বরাত দিয়ে খালিজ জানায়, হত্যার দায়ে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার আগে ওই খুনি দুই বছর কারাগারে ছিলেন। ওই ব্যক্তির এমন ঘোষণার পর সেখানে উপস্থিত জনতা নিহতের বৃদ্ধ বাবাকে কাঁধে তুলে নিয়ে উল্লাস করতে থাকেন। আর এমন উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের জন্য সবাই ওই বৃদ্ধ বাবার প্রশংসা করতে থাকেন।