Search
Close this search box.
Search
Close this search box.

সৌদিতে নিষিদ্ধ হলো ৫০ নাম

Soudi-arabসেদেশের ধর্ম ও সংস্কৃতির বিরোধী’র কারণ দেখিয়ে ৫০টি নাম নিষিদ্ধ করেছে সৌদি আরব। ফলে ওই দেশের বাবা-মায়েরা এখন থেকে তাদের সন্তানদের নাম হিসেবে এগুলো রাখতে পারবেন না।

নিষিদ্ধ নামগুলোর বেশিরভাগই ধর্মীয়। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আবদুল নাসের, ইমান, আবরার, আমির, নবী, নাবিয়া (নারী নবী), আবদুল মুসলেহ, আবদুল নবী, আবদুল মু’ইন, আবদুল রসুল, মালিকা, তবারক, মায়া, রাম (হিন্দু দেবতা), বিনিয়ামিন, লিন্ড, এলিস ইত্যাদি।

chardike-ad

গালফ নিউজ পত্রিকার বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, এসব নাম নিষিদ্ধ করার কারণ হলো এগুলোকে ‘ধর্মদ্রোহী’, অনারব, অনৈসলামিক, অথবা সৌদি আরব রাজ্যের সংস্কৃতি বা ধর্মের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। নিষিদ্ধ ৫০টি নামের একটি তালিকাও প্রকাশ করেছে সরকারের সিভিল এ্যাফেয়ার্স বিভাগ।

এ ছাড়া তালিকায় আরো কিছু নাম আছে যা ‘বিদেশী’ বা ‘অসঙ্গত’। তালিকায় আরো কিছু নাম আছে যার অর্থ রাজা বা রাজকীয় ব্যাপারগুলোর সাথে সম্পর্কিত। যেমন সুমাও, মালেক (রাজা) বা মালিকা (রানি)।

পঞ্চাশটি নামের পুরো তালিকা: মালাক (দেবদূত), আবদুল আতি, আবদুল নাসের, আবদুল নাসের, আবদুল মুইন, আবদুল মুসলেহ, বিনিয়ামিন (বেঞ্জামিন-এর আরবি রূপ), নারিস, ইয়ারা, সিতাও, লোল্যান্ড, তিলাজ, বারাহ, আবদুল নবী, আবদুল রসুল, সুমাও (রাজকীয় মর্যাদা), আল-মামলাকা (রাজ্য), তাবারক(যার ওপর আশীর্বাদ বর্ষিত হয়েছে), নারদীন, স্যান্ডি, রাম (হিন্দু দেবতা), মালিন, এলেইন, ইনার, মালিকতিনা, মায়া, লিন্ডা, রান্ডা, বাসমালা (ঈশ্বরের নাম উচ্চারণ), জিবরিল, আবরার, ইমান, বায়ান, বাসেল, বিরিলাম, নবী, নাবিয়া, আমির (রাজপুত্র), তালিন, আরাম, নারিজ, রিতাল. এ্যালিস. লারিন, কিবরিয়াল, লরেন।