শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

সৌদিতে আবারো ১ মাসের সাধারণ ক্ষমা ঘোষণা


saudiঅবৈধভাবে অবস্থানরত বিদেশি শ্রমিকদের দেশত্যাগে আবারও এক মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সৌদি সরকার। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমার কার্যক্রম চলবে।

এ সময়ের মধ্যে আইন লঙ্ঘনকারীরা জরিমানা ছাড়া সৌদি আরব ছেড়ে যেতে পারবেন। যেসব মানুষ এই এক মাসের মধ্যে সৌদি আরব থেকে বেরিয়ে যেতে চান তাদেরকে প্রয়োজনীয় সহায়তা এবং সব রকম দায়মুক্তি দেবে সৌদি সরকার।

সাধারণ ক্ষমার আগের নিয়ম অনুযায়ী দূতাবাস থেকে আউট পাস সংগ্রহ করে দেশে যেতে পারবেন অবৈধ শ্রমিকরা।

এ বছর মোট তিনবার সাধারণ ক্ষমার ঘোষণা এল সৌদি সরকারের পক্ষ থেকে। সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সৌদি সরকার।