Search
Close this search box.
Search
Close this search box.

প্রবাসীদের বাড়ি নির্মাণে ঋণ নেয়ার আহ্বান

flatঅস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের (বিএনএসডব্লিউ) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হাউজিং অ্যান্ড রেমিট্যান্স ফেস্টিভ্যাল। সম্প্রতি এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।

প্রবাসী বাংলাদেশিদের ঘরবাড়ি ও ফ্ল্যাট নির্মাণ এবং ক্রয়ের জন্য সহজ শর্তে ঋণ প্রদানের কথা জানান বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান। তিনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রবাসীদের সহজ শর্তে ঋণ ও বৈদেশিক মুদ্রার বিনিময়ে বাংলাদেশ সরকারের অন্যান্য সুবিধা গ্রহণের আহ্বান জানান।

chardike-ad

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী। তিনি বলেন, বাৎসরিক সাড়ে আট শতাংশ সুদে বাড়ির জন্য সর্বোচ্চ এক কোটি টাকা এবং ফ্ল্যাটের জন্য সর্বোচ্চ ৮০ লাখ টাকা ঋণ দেয়া হবে। অনুষ্ঠানের স্থানীয় সমন্বয়কারী ছিলেন রহমত উল্লাহ।