Search
Close this search box.
Search
Close this search box.

ঘুরে আসুন নামসান টাওয়ার

namsan-tower
নামসান টাওয়ার

নামসান টাওয়ার সিউলে অবস্থিত নামসান পাহাড়ের উপর নির্মিত ২৪৩ মিটার উঁচু একটি টাওয়ার। কোরিয়ায় আগত পর্যটক ও এখানে বসবাসকারী লোকজনের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান। এই টাওয়ারটি সিউল টাওয়ার এবং N টাওয়ার নামেও পরিচিত।

এই টাওয়ার এর উপর থেকে সমগ্র সিউল শহর ও এর আশেপাশের দৃষ্টিনন্দন পরিবেশ অবলোকন করা যায়। টাওয়ারের উপরের যে জায়গা থেকে পুরো শহরের দৃশ্য দেখা হয়, সেখানে সিউল থেকে পৃথিবীর অন্যান্য শহরের দূরত্ব লেখা আছে। যা থেকে সহজেই ২টি স্থানের দূরত্ব অনুমান করা যায়।

chardike-ad

১৯৮০ সাথের ১৫ই অক্টোবর জনসাধারণের জন্য উন্মুক্ত করার পর থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এ টাওয়ারটি দেখতে আসে। ২০০৫ সাথে এটিকে আরো সংস্কার করে উন্নতমানের আলোকসজ্জার সংযোজন করা হয়েছে।

namsan-tower
প্রেমিক প্রেমিকারা সম্পর্ক দৃঢ করার জন্য এভাবেই তালা দিয়ে থাকে

এই টাওয়ার এর নিচে একটি জায়গায় অসংখ্য তালার স্তূপ আছে, যেখানে প্রেমিক-প্রেমিকা ঘুরতে এসে নূতন তালা মেরে যায় যাতে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন না হয় এই বিশ্বাসে। এখানে দেশি বিদেশি রেস্টুরেন্ট ছাড়াও বিনোদনের ব্যাবস্থা আছে। অনেকে এটিকে এশিয়ার অন্যতম সেরা একটি টাওয়ার মনে করে।

যেভাবে যাবেনঃ নিচের কয়েকটি উপায়ে নামসান টাওয়ারে যেতে পারবেন।

০২ বাস (02번 남산 순환버스)
– ৩/৪ নাম্বার লাইনের ছোংমুরো স্টেশনের (총무로역) ২ নাম্বার এক্সিট
– ৩ নাম্বার লাইনের দোংদে ইপকু স্টেশনের (동대입구역) ৬ নাম্বার এক্সিট

০৩ বাস (03번 남산 순환버스)
– ১/৪ নাম্বার লাইনের সিউল স্টেশনের (서울역) ৯ নাম্বার এক্সিট
– ৬ নাম্বার লাইনের ইথেউওন স্টেশনের (이태원역) ৪ নাম্বার এক্সিট
– ৬ নাম্বার লাইনের হানগাংজিন স্টেশনের (한강진역) ২ নাম্বার এক্সিট

০৫ বাস (05번 남산 순환버스)
– ৪ নাম্বার লাইনের মিয়ংদোং স্টেশনের (명동역) ৩ নাম্বার এক্সিট
– ৩/৪ নাম্বার লাইনের ছোংমুরো স্টেশনের (총무로역) ২ নাম্বার এক্সিট

প্রবেশ ফিঃ
-টাওয়ার অবজারবেটরী (উপর থেকে সিউল দেখা) প্রবেশ ফি- ৯০০০উওন
-টেডি বিয়ার মিউজিয়াম -৮০০০উওন।
-একসাথে টাওয়ার অবজারবেটরী+টেডি বিয়ার মিউজিয়াম ১৪০০০উওন
বাচ্চাদের জন্য আলাদা ফি প্রযোজ্য

লেখকঃ শামীম আজাদ, পিএইচডি গবেষক, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি