Search
Close this search box.
Search
Close this search box.

গেইলদের হারিয়ে দিল আফগানিস্তান

gayleবিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিলো আফগানিস্তান। এবার সুপার সিক্সের গুরুত্বপূর্ণ লড়াইয়ে এসে আরও একবার গেইল, স্যামুয়েলসদের হতাশায় ডুবালো ক্রিকেটের উদীয়মান শক্তির দেশটি। আজ হারারেতে ক্যারিবীয়দের ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে উঠার লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেছে তারা।

প্রস্তুতি ম্যাচে আফগানদের কাছে ধাক্কা খেলেও বিশ্বকাপ বাছাইপর্বের রাউন্ড রবিন লিগে তিনটি ম্যাচেই জয় নিয়ে সুপার সিক্সে পা রাখে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু গুরুত্বপূর্ণ লড়াইয়ে এসে আরও একবার ধাক্কা খেতে হলো জেসন হোল্ডারের দলকে।

chardike-ad

ব্যাটিংটাই আসলে ডুবিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভার পার করেও ৮ উইকেটে ১৯৭ রানের বেশি এগোতে পারেনি তারা। ক্যারিবীয় দলের কোনো ব্যাটসম্যান হাফসেঞ্চুরিও পাননি। দলের মূল তারকা ক্রিস গেইল করেন মাত্র ১ রান। শাই হোপ (৪৩), মারলন স্যামুয়েলস (৩৬) আর জেসন হোল্ডারের (২৮) ব্যাটিংয়ে কোনোমতে দুইশর কাছাকাছি একটা স্কোর দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।

আফগানিস্তানের পক্ষে ৩টি উইকেট নেন মুজিব উর রহমান। ২টি উইকেট মোহাম্মদ নবীর।

জবাব দিতে নামা আফগানদের বেশ চেপে ধরেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৭ রানের মধ্যে তাদের ২ উইকেট তুলেও নিয়েছিলো। কিন্তু রহমত শাহর ব্যাটে জয়ের পথ সুগম হয়ে যায় আফগানিস্তানের। ৬৮ রান করে রহমত শাহ ফেরার পর আবারও চাপ তৈরি করেন ক্যারিবীয় বোলাররা। ১৯০ রানে আফগানদের ৭ উইকেট চলে গেলে ম্যাচে একটু উত্তেজনাও তৈরি হয়। তবে শেষরক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ১৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রশিদ খানের দল।