Search
Close this search box.
Search
Close this search box.

italyইতালির পার্মা শহরে এক বাঙালি পরিবারের আমন্ত্রণে বেড়াতে আসা ইতালিয়ান ডাক্তার দম্পতি সবার নজর কেড়েছেন। কারণ তারা বাংলাদেশি পোশাকে সেজেছিল নববর্ষ উপলক্ষে। সম্প্রতি একটি বৈশাখী অনুষ্ঠানে ওই ইতালিয়ান পরিবারকে লাল শাড়ী আর পাঞ্জাবীতে বেশ মানিয়েছিল। এ যেন প্রবাসে চলছে দেশি ঐতিহ্যের প্রচারণা।

ইতালির পার্মা শহরে বসবাসরত প্রবাসি লেখক রাকেশ রহমান বিভিন্ন সময় একটু ভিন্ন ধরনের আয়োজন করেন। তিনি চেষ্টা করেন ইটালিয়ানদের বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে পরিচিতি করতে।

chardike-ad

এমনিই একটি আয়োজন ছিলো ইটালির বিশিষ্ট ডাক্তারকে নিয়ে পহেলা বৈশাখকে ঘিরে । সেই সঙ্গে ডাক্তার মোন্তানিয়ার পরিবারকে দেশের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা। এ ব্যাপারে রাকেশ রহমান মনে করেন, যে দেশে তিনি থাকেন সেই দেশের ঐতিহ্যবাহী দিকগুলো অবশ্যই শিখা দরকার পাশাপাশি নিজের দেশের ঐতিহ্যও বিদেশিদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে ডাক্তার পরিবারকে দেশীয় খাবারও পরিবেশন করা হয়।

সৌজন্যে- যুগান্তর