Search
Close this search box.
Search
Close this search box.

দুর্ঘটনায় গাড়ি দুমড়ে-মুচড়ে গেলও বেঁচে যান অভিনেত্রী

suchondaভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন টালিউড অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় বৃহস্পতিবার রাতের এই ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় একটি হাসপাতাল থেকে নিজে ড্রাইভ করে যাচ্ছিলেন অভিনেত্রী। এ সময় উল্টো দিক থেকে আসা একটি টেম্পো ধাক্কা মারে তার গাড়িতে। এতে কোনোভাবে প্রাণে বেঁচে যান তিনি।

chardike-ad

স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। টেম্পোটি সিগনাল ভেঙেই দুর্ঘটনা ঘটায় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই টেম্পোচালককে গ্রেফতার করেছে পুলিশ। তার টেম্পোটিও জব্দ করা হয়েছে।

দুর্ঘটনায় অভিনেত্রী সামান্য আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয়া হয়।