Search
Close this search box.
Search
Close this search box.

আঙুলে অস্ত্রোপচার করাতে হবে সাকিবকে?

shakibআজ বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে ক্রিকেট পাড়ায় হঠাৎ গুঞ্জন সাকিবের হাতের আঙ্গুলে অপারেশন করতে হবে! সাকিব যে হাতে বল করেন, সেই হাত মানে বাম হাতের আঙ্গুলেই নাকি সার্জারি লাগবে। তাও কি-না ওয়েস্ট ইন্ডিজের সাথে ফ্লোরিডায় অনুষ্ঠেয় দুটি টোয়েন্টি ম্যাচ শেষ হবার পরই হবে ওই অপারেশন।

রাজধানী ঢাকার ক্রিকেট ও মিডিয়া পাড়ায় এমন খবর ছড়িয়ে পড়লেও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী অবশ্য তাকে ঠিক আমলে আনতে নারাজ। তার কথা, ‘সাকিব যে হাতে বল করেন, সেই বাম হাতে আঙ্গুলে একটা পুরনো ব্যাথা ও সমস্যা আছে। তা নিরসনে যুক্তরাষ্ট্রে ডাক্তার দেখানো হয়েছে। তবে অপারেশন লাগবে কি-না তা জানি না। আমার কানে সার্জারির কথা আসেনি।’

chardike-ad

সাকিব ইস্যুতে আজ সন্ধ্যায় জাগো নিউজের মুখোমুখি হন ডাক্তার দেবাশিষ চৌধরী। ‘ডক্টর দেবাশিষ একটু বলবেন, সাকিবের কোন নতুন ইনজুরি হয়েছে কি-না? ইনজুরিটা কোথায়, শোনা যাচ্ছে সার্জারি লাগবে?’ এমন প্রশ্নের জবাবে ডাক্তার দেবাশীষ চৌধুরীর ব্যাখ্যা, ‘নাহ অস্ত্রোপচার লাগবে কি-না আমি এখনো নিশ্চিত না। সার্জারির ব্যাপারে আমি কিছু শুনিনি।’

sentbe-adতার কথা, ‘আসলে এটা কোন নতুন ইনজুরিও নয়। সাকিব যে হাতে বল করে সেই হাতের আঙ্গুলে সমস্যা। এটা তার পুরনো সমস্যা। সে সমস্যা নিরসনে সাকিবকে তো আগেও অস্ট্রেলিয়া পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য। অস্ট্রেলিয়ান ডাক্তার বলেছিলেন অপারেশন করার দরকার নেই। ইনজেকশন দিলেই চলবে। ইনজেকশন দেয়াও হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘যেহেতু দল যুক্তরাষ্ট্রে গেছে। সেখানে কিছুদিন থাকবে। তাই আমরা আগে থেকেই চিন্তা করেছিলাম যুক্তরাষ্ট্রে চিকিৎসককে দেখানো হবে। মনে হয় দেখানোও হয়েছে। গতকাল (শুক্রবার) ডাক্তার দেখিয়ে ফেলার কথা। এখন ইউএস এর ডাক্তার যা বলেন, তাই হবে। তবে সার্জারির কথা কানে আসেনি আমার।’