Search
Close this search box.
Search
Close this search box.

সিডনিতে মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

australiaঅস্ট্রেলিয়ার সিডনিতে সম্মাননা দেয়া হয়েছে মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের। নির্বাচিত শিক্ষার্থীদের দেয়া হয় বার্ষিক ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০১৮। নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে সিডনির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি বছর এ পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশি সংগঠন রংধনু এ পুরস্কার প্রদান করে। সিডনির লাকেম্বা সিনিয়র সিটিজেন সেন্টারে সম্প্রতি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

chardike-ad

পুরস্কার প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত শিশু-কিশোরদের দলীয় নৃত্য ও সংগীতসহ অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা ছিল উপভোগ্য। এ ছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটিতে অন্য কিছু বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য কয়েকজনকে পুরস্কৃত করা হয়।

মেধাবীদের সম্মাননা প্রদানের লক্ষ্যে ২০০৯ সালে সিডনিতে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশি সংগঠন রংধনু। ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদী আয়োজকেরা।