বাংলাদেশি সংগঠন রংধনু এ পুরস্কার প্রদান করে। সিডনির লাকেম্বা সিনিয়র সিটিজেন সেন্টারে সম্প্রতি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত শিশু-কিশোরদের দলীয় নৃত্য ও সংগীতসহ অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা ছিল উপভোগ্য। এ ছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটিতে অন্য কিছু বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য কয়েকজনকে পুরস্কৃত করা হয়।
মেধাবীদের সম্মাননা প্রদানের লক্ষ্যে ২০০৯ সালে সিডনিতে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশি সংগঠন রংধনু। ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদী আয়োজকেরা।