Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশির জেল

uae-jailপাকিস্তানি এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশিকে ৪ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে অক্ষম হওয়ায় তাকে তিন মাসের জেল দেয়া হয়েছে। মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরে ম্যাজিস্ট্রেট কোর্ট তার বিরুদ্ধে এ রায় দিয়েছেন।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা বারনামা। বলা হয়, সাজাপ্রাপ্ত ওই বাংলাদেশির নাম মোহাম্মদ শাকিব (২২)। পাকিস্তানি ব্যবসায়ী ওয়াকার হামিদের (২৮) কাছ থেকে ২ হাজার রিঙ্গিত চাঁদা দাবির অভিযোগ তার বিরুদ্ধে। আদালতে এ দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

chardike-ad

আদালতে শাকিবের প্রতিনিধিত্ব করেন আইনজীবি পি মুনিশ্বর। শাকিব গত ২ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টায় মেনারা কুয়ালালামপুর, ডেং ওয়াঙ্গিতে ফুয়েল হাট এন্টারপ্রাইজে পাকিস্তানি ওই ব্যবসায়ীর কাছে ২০০০ রিঙ্গিত চাঁদা দাবি করে বলে অভিযোগ।

এ অভিযোগে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৮৪ ধারার অধীনে অভিযুক্ত ব্যক্তিকে ১০ বছর পর্যন্ত জেল অথবা জরিমানা অথবা চাবুকাঘাত অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।