Search
Close this search box.
Search
Close this search box.

কাতারে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের সাঈদ চ্যাম্পিয়ন

কাতারে অনুষ্ঠিত ২৫তম শেখ জসিম বিন মোহাম্মদ বিন থানি পবিত্র কোরআন প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে ৪টি দেশের ২৬ জন প্রতিযোগিকে পেছনে ফেলে প্রথমস্থান অর্জন করেছে সিলেটের বিশ্বনাথের শিশু হাফেজ সাঈদ ইসলাম মাহি (১৩)। সে উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের আবদুল ইসলামের পুত্র।

গত সোমবার কাতারের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪টি দেশের ৫ হাজার প্রতিযোগী অংশ নেয়। কাতারের ইসলামিক বিষয়ক প্রতিমন্ত্রী এইচএইচ ড. গণিত বিন মুবারক আল কুওভারী সাঈদের হাতে প্রথম পুরস্কার (১ লক্ষ রিয়াল) তুলে দেন।

chardike-ad

বিষয়টি নিশ্চিত করে সাঈদের প্রতিবেশী লালটেক গ্রামের আলা উদ্দিন পাশা বলেন, আগামীতে একটি ক্বারী সম্মেলনেও যোগ দিচ্ছে সে।

তিনি জানান, সাঈদ ইসলাম মাহি স্বপরিবারে কাতারে বসবাস করছে। সে কাতারের একটি প্রাইভেট হাফেজিয়া মাদরাসায় অধ্যয়ন করছে। ভবিষ্যতে আরো ভাল কোনো অর্জনের জন্যে সকলের দোয়া চেয়েছে সাঈদ।