Search
Close this search box.
Search
Close this search box.

এবার নৌকা মার্কায় ভোট চাইলেন থানার ওসি

colaroa-ocএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে বলেছেন সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ। বৃহস্পতিবার বিকেলে কলারোয়া উপজেলার জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিল্পকলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওসি মারুফ আহম্মেদ বলেন, ‘আজকে আমি প্রশাসনের পক্ষ থেকে একটা কথা বলতে চাই। স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আপনারা ভোট দেবেন, নৌকা মার্কায় ভোট দেবেন। কারণ এই সরকার যত উন্নয়ন করেছে, এই সরকার যেভাবে জনগণের পাশে থেকেছে, আগামীতেও যেনো আপনাদের পাশে থেকে সকল বাধা বিপত্তি দূর করে কলারোয়াকে একটি মডেল জেলা হিসেবে উন্নীত করে। এখানকার মানুষ যেনো গর্ব করে বলতে পারে যে, আমি কলারোয়ার অধিবাসী, আমি সাতক্ষীরার অধিবাসী।’

chardike-ad

তিনি আরও বলেন, ‘কোনো পেশীশক্তি, কোনো দুর্বৃত্তদের জায়গা অন্তত: কলারোয়া, সাতক্ষীরাতে হবে না ইনশাল্লাহ। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। আপনার ব্যালট, আপনার বুলেট, আপনার ভোটের মাধ্যমে দেখিয়ে দেবেন যে, আপনি স্বাধীনতার স্বপক্ষের শক্তিতে আছেন। তাই আমাদের জননেত্রী, বাংলাদেশ সরকারের নির্বাচনকালীন প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী, আমাদের সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপনার একটি ব্যালট, আপনার একটি ভোট অতি মূল্যবান। আপনি আপনার ভোটটি সযন্তে সুযোগ্য জায়গায় দিয়ে আপনার অবস্থান জানান দেবেন।’

এ সময় অনুষ্ঠানে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ওয়ার্কাস পার্টির মুস্তফা লুৎফুল্লাহ, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/mirza.easinali/videos/1988121777946830/

সৌজন্যে- জাগো নিউজ