Search
Close this search box.
Search
Close this search box.

atm-shamsuzzamanকিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার দুপুরে তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান। তিনি জানান, রাজধানীর আজগর আলী হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে এটিএম শামসুজ্জামানকে রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে তার অস্ত্রোপচার হয়। এরপর ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়।

chardike-ad

এটিএম শামসুজ্জামানের ছোট ভাই সালেহ জামান সেলিম জানান, এটিএম শামসুজ্জামানের মল-মূত্র বন্ধ হয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, ৩০ বছর আগে এটিএম শামসুজ্জামানের গলব্লাডারে একটি অপারেশন হয়েছিলো। গলব্লাডারে যে নলটি আছে এখানে কোনো কারণে প্রেসার পড়েছিলো। ফলে গত কয়েকদিন ধরে তার খাদ্য হজম হচ্ছিলো না।