Search
Close this search box.
Search
Close this search box.

tamimবিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন থাকলেও হতাশ হয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। পুরো আসর জুড়ে একমাত্র সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ছাড়া বলার মতো ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেননি কোন ক্রিকেটারই। আসরে বাংলাদেশের বাজে খেলার বড় কারণ হচ্ছে, দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবালের জ্বলে না উঠা। দলের হয়ে প্রতিটি ম্যাচে সুযোগ পেলেও ২৯.৩৭ গড়ে মাত্র ২৩৫ রান করেছেন তিনি।

ব্যাটে রান পাননি। সঙ্গে আবার লজ্জার এক রেকর্ডেও নিজেকে জড়িয়ে ফেলেছেন তামিম। পুরো আসর জুড়ে একটা ছক্কাও হাঁকাননি তিনি। যা তার নামের পাশে খুব বেমানান। আট ম্যাচে ৩২৮টি বল মোকাবেলা করে কোনো ছক্কা হাঁকাতে পারেননি তামিম, যা এই বিশ্বকাপে একটি রেকর্ড। আসরে ছক্কা না হাঁকিয়ে তামিমের থেকে বেশি বল খেলেননি আর কেউ। ৩১৩ বল নিয়ে তার ঠিক পরেই অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা। ২৯৪ বল খেলে এই তালিকার তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে।

chardike-ad